নিজস্ব সংবাদদাতা :খড়গপুরের বারবেডিয়ার পূর্বপাড়া এলাকায় বেআইনি মদের দোকানে হাজির হন শতাধিক মহিলা। বছর আগেই বেশ কয়েকজন মারা গেছে অসুস্থ হয়েছেন একাধিক। প্রশাসনকে জানিয়ে কোনও লাভ হয়নি। তাই এলাকার মহিলারাই বেআইনি মদের দোকান ভেঙে দিলেন। শেষমেশ নিজেদের হাতেই লাঠি সটা তুলে শতাধিক মহিলারা খড়্গপুরের বারবেডিয়ার পূর্বপাড়া এলাকায় রাত্রিবেলা হাজির হয় বেআইনি মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় কখনো বাড়িতে তে কখন দোকানে ভাঙচুর চালায়। ফ্রিজের মধ্যে থাকা একাধিক মদের বোতল তারই বাড়িতে এক এক করে ভেঙ্গে গুড়িয়ে দেয়। এইখানেই থামেনি মদের দোকান বা বাড়ি তে ভাঙচুর করতে গেলে বাধা দিতে গেলে এক ব্যক্তি ধরে টানা হিচেড়া করতে দেখা যায় মহিলাদের। মহিলাদের একটাই বক্তব্য এলাকা থেকে বেআইনি মদের দোকানগুলি সরিয়ে নিতে হবে না হলে এর পরিনিতি ঠিক হবে না।
কারণ এই মদের জেরে বছর আগে বছর তিরিশের এক যুবকের মৃত্যু হয়েছে কারো আবার স্বামীর টিভিতে আক্রান্ত হয়েছে। কারো আবার লিভার খারাপও হয়েছে। তাই এলাকাতে বেআইনি মদের দোকান আর রাখতে দেবে না তারা। তাই খড়্গপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে এই ধরনের ঘটনায় একবার শোরগোল ফেলে দিয়েছে। খড়গপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় রীতিমতন প্রশ্ন তুলে দিয়েছে জনবহুল এলাকাতে কি করে রমরমিয়ে চলছে মদের দোকান, প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মহিলারাই।