নিজস্ব প্রতিবেদন: শুক্রবার খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এলাকায় যাওয়ার আগেই সেখানে আগেভাগে জড়ো হয়ে গিয়েছিলেন বেশ কিছু মহিলা। তিনি যেতেই তাঁকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। 'এতদিন কোথায় ছিলেন?', প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা। তাঁদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায় দিলীপ ঘোষের। এমনকী উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে। দিলীপ ঘোষের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনও রকমে বিক্ষোভ পরিস্থিতি সামাল দেন। বিক্ষোভকারী মহিলাদের দাবি, দিলীপ ঘোষ তাঁদের অপমান করেছেন।শাসকদল তৃণমূলকেই নিশানা করেছেন বিজেপি নেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "এটা কোনও বিক্ষোভ নয়। এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিয়ে ঘেউ ঘেউ করছে। যারা ঘেউ ঘেউ করবে দিলীপ ঘোষ তাঁদের বাপ তুলেই বলবে। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। তিনি বলেন, "তোদের চোদ্দপুরুষ তুলব রে ! সব তৃণমূল ৷ চেঁচাবি না গলা টিপে দেব ৷ টাকা দিয়েছি রে এই রাস্তা উদ্বোধনে । ভিখারি পার্টি নয় ৷ বেশি কথা বললে গলা টিপে দেব ।"
খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ!
