নিজস্ব সংবাদদাতা : বাড়ির আর্থিক অনটনকে দূরে ঠেলে এবং অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যও দারিদ্র্য অভাবকে জয় করে মাধ্যমিকে ৬৬৩ পেয়ে নজরকাড়া ফল করলো খড়্গপুর ৭ নম্বর ওয়ার্ড ছেলে শ্রেয়ান রায়। খড়গপুর শ্রীকৃষ্ণপুর ৭ নম্বর ওয়ার্ড বাসিন্দা। বাড়ির কাছের অতুলমনি পলিটেকনিক হাই স্কুলে পড়তো। বাংলায় ৯৬, গণিত ৯৯, ভৌত বিজ্ঞানে ৯৯,ইংরেজিতে ৯৪, ইতিহাস ৯৭,জীবন বিজ্ঞানে ৯৩ এবং ভূগোলে ৮০ পেয়েছে। বাবা প্রবীণ রায় গোলবাজার এ একটি দোকানে কাজ করেন।মা সীমা একজন মিড্ ডে মিল এ হেলপার । এক জন দিদি ও ঠাকুমা আছে । কঠোর পরিশ্রম করে অভাব অনটনের মধ্যে দুই ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমসিম খাচ্ছেন প্রবীণ রায় ।দুই ছেলেমেয়ের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষানুরাগী সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা প্রবীণ বাবুদের একান্ত প্রয়োজন।