পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বর্তমানে গোটা দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI& ML ) আর Robotics Intelligence এই বিষয়ে জানা ছাত্রছাত্রীদের চাহিদা তুঙ্গে। কর্মক্ষেত্রেও রয়েছে অনেক সুযোগ। বর্তমান প্রজন্মের কাছে ইন্টারনেট পরিষেবা বা সোস্যাল মিডিয়া এই গুলি সব পরিচিতি এক মাধ্যম বলা যায় এক মিনিটও এগুলি ছাড়া থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে।আবার কিছু মানুষের প্রতিদিন সোস্যাল মিডিয়াতে আপডেট, ওয়াটস অ্যাপ এগুলি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কিন্তু সেই নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় তথ্য টি কোনো হ্যাকার এর হতে পড়ে যায় তাহলে কি হবে?মূলত এই বিষয়কে নিয়ে এক সচেতনতার শিবির করল খড়্গপুর আল আমীন-মিশন। AI অর্থাৎ Artificial Int আর Robotics Intelligence যাঁরা এই এ বিষয়গুলিকে নিয়ে ভবিষৎ গড়তে চান, তাঁদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। নতুন এই কোর্সগুলি তাঁদের চাকরির ক্ষেত্রে একাধিক পথ খুলে দেবে। উপস্থিত ছিলেন গলাম জুলকারনাইন (আল আমীন-মিশন- প্রিন্সিপাল),সেখ ইসমাইল আলি (আল আমীন-মিশন ব্রাঞ্চ ম্যানেজার),বিশেষ অতিথি সেখ জুহর আলি, PAIR India Robotics an AI limited বেঙ্গালুরু থেকে উপস্থিত ছিলেন Hasina Sk Business Development Associates,Reshma Ali (COO - Admin),Shikha Singh (COO - project executive head ) প্রমুখ।চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। কিন্তু একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। এই কোম্পানি ও খড়্গপুর আল আমীন-মিশন বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে তথ্য প্রযুক্তি নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয় ও ভবিষ্যতে এই বিষয়ে পড়াশোনা করে কতটা সাফল্য লাভ করা যায় সেই বার্তাও দেওয়া হয়।