অরিন্দম চক্রবর্তী : খড়্গপুরে হিজলি সংলগ্ন কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত শিক্ষিকা তনুশ্রীদাস 'জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’ পাচ্ছেন বলে জানা গেছে ।৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লি বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। রৌপ্য পদকের পাশাপাশি পুরস্কার হিসেবে তিনি পাবেন নগদ ৫০ হাজার টাকা। শিক্ষামন্ত্রকের তরফে চলতি বছর শিক্ষক দিবসে সারা দেশের ৪৫ জন শিক্ষক-শিক্ষিকার হাতে তুলে দেওয়া হবে ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৫’। সোমবার খড়্গপুরে কল্যাণী চন্দ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়’।

বাংলা থেকে এই পুরস্কার পাচ্ছেন কলকাতা নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুরিমা আচার্য। শিক্ষক দিবসের দিন অর্থাৎ ৫ সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে এই ৪৫ জনকে জাতীয় শিক্ষককে পুরস্কৃত করা হবে। প্রতিটি পুরষ্কার প্রাপক একটি সার্টিফিকেট, ৫০,০০০ টাকা নগদ পুরস্কার এবং একটি রৌপ্য পদক পাবেন। শিক্ষা মন্ত্রণালয় ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত দিল্লির হোটেল 'দ্য অশোক'-এ থাকার ব্যবস্থা করেছে। শিক্ষকদের জন্য ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় হোটেলে একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
