পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : কলকাতার আরজিকর কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে সারা দেশজুড়ে প্রতিবাদে অনর বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবক মূলক সংগঠনগুলি, যদিও গোটা ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা CBI কে, এখনো পর্যন্ত এই কাণ্ডে মূল অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ। রাজ্যবাসীর, স্কুল,কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ছাত্রছাত্রীরা এই কাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদে অনর।২৫ শে আগষ্ট, রবিবার গোলবাজারে বিকাল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খড়্গপুরের সকল কবি লেখক শিল্পীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। কবি সুনীল মাজির সভাপতিত্বে অনেকেই বক্তব্য ও নিজ নিজ প্রতিবাদী কবিতা এবং সঙ্গীত সহ " we want justice" দাবীতে সোচ্চার হয়েছিলেন। উপস্থিত ছিলেন কবি সুনীল মাজি,ডা:অনুপ মল্লিক ডা:অভিষেক দাশ ভবেশ বসু ও অরূপ গোস্বামী, অপূর্ব মজুমদার,তপন কুমার পাল,অমর কান্তি কুমার,দেবাশীষ দে প্রমুখ । নারী, শিশু ও পশু কেউ নিরাপদে নেই বলেই মনে করেন কবি ও লেখক। ঝাড়গ্রামের হাতি হত্যার ঘটনাও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে সংবাদমাধ্যমে অভিযোগ জানান কবি সাহিত্যিকরা । আরজি করের ঘটনা দেখে এক জন সাধারণ মানুষ ও নাগরিক হিসেবে তিনি লজ্জিত বলেই জানান কবি সুনীল মাজি।সুরজিৎ সাহা ও অশোক ঘোষ এই কর্মসূচিতে ছবি এঁকে এবং বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচি পালন করেন। আয়োজকদের তরফে চিত্রশিল্পী বলেন, সবাই পথে নামতে পারে না, সবাই স্লোগান দিয়ে মোমবাতি নিয়ে রাস্তায় হয়তো নামতে পারে না। কিছু জন থাকে সমাজের যারা তাদের মনের ভাব, তাদের প্রতিবাদ, রং তুলির মধ্যে দিয়ে প্রকাশ করে।