Skip to content

খড়গপুর বালাজি মন্দির পল্লী উন্নয়ন সমিতি পালন করল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী!

1 min read

খড়গপুর অপূর্ব মজুমদার: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করল খড়্গপুর শহরের মালঞ্চ বালাজি মন্দির পল্লী উন্নয়ন সমিতি। আজ ক্লাবের ৭৬ তম জন্মদিন। আজ তারা ২৪ তম রক্তদান শিবির করলেন । মহকুমা হাসপাতালের ঝর্না মুখার্জির নেতৃত্বে ৬ জনের টীম রক্ত সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ, দীপক কুমার দাশগুপ্ত, সমীর গাঙ্গুলী, অজিত ঘোষাল প্রমূখ। বিকেলে কম্বল বিতরণ কর্মসূচী পালন করা হয়। সেঞ্চুরি এক্সট্রুশন ২০০ টা কম্বল দেয় ক্লাবকে। সল্প সময়ের জন্য আজ ১০০ জনকে দেওয়া হয়েছে। পরবর্তীতে বেলপাহাড়ীর গ্রামে গিয়ে কম্বল দেওয়া হবে। বক্তব্য রাখেন অজিত ঘোষাল, দীপক কুমার দাশগুপ্ত, সমীর গাঙ্গুলী, সেঞ্চুরির ব্রাঞ্চ হেড মলয় রায় প্রমূখ। দীপক কুমার দাশগুপ্ত বলেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৮–তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘পরাক্রম দিবসে’ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অতুলনীয় অবদানকে কুর্নিশ জানাই। তাঁর দৃঢ় স্বদেশ চেতনা আজকের তরুণ প্রজন্মকে প্রেরণা জোগায়।এই দিনটি শুধুমাত্র তাঁর আত্মবলিদানকে স্মরণ করার দিন নয়, সাহসিকতা, ন্যায়পরায়ণতা এবং দৃঢ় নেতৃত্বের ক্ষেত্রে তাঁর অদম্য নীতি অনুযায়ী এগিয়ে চলে সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গঠনের বার্তা দেয় এই দিনটি।

Latest