Skip to content

খড়গপুর বারবার এসোসিয়েশন ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

1 min read

খড়গপুর  অরিন্দম চক্রবর্তী: সোমবার ২০শে জানুয়ারি খড়গপুর বারবার এসোসিয়েশন এর ১৬তম বর্ষের প্রতিষ্ঠা বার্ষিকী সাড়ম্বরে পালিত হল । গোলবাজার রাম মন্দির সভাগৃহে ঘরোয়া পরিবেশে সমস্ত সদস্যরা এই সভা অনুষ্ঠিত করে। উপস্থিত ছিলেন সম্পাদক অক্ষয় দাস, সভাপতি বালাজি, কোষাধ্যক্ষ ডি রামবাবু, কনভেনার এন সিলেবাস রাও, সহ-সম্পাদক রাজু, সহ-সভাপতি বিষ্ণু, সহ প্রসার দক্ষ মামা সহ কোরকমিটির সাতজনের সদস্য। এছাড়া ছিলেন ১৮ টি এরিয়ার ৩৬ জন ইনচার্জ। সভায় মোট শহর এলাকার৩০০ জন দোকানদার সহ গ্রামীণ এলাকার আরো দেড়শো জন দোকানদার আসেন। এসোসিয়েশনের পক্ষ থেকে করোনার সময় দুঃস্থ মানুষদের খাদ্য বিতরণ করেছেন, প্রাণের ঝুঁকি নিয়ে লুকিয়ে চুরিয়ে মানুষদের চুল দাড়ি কেটেছেন। সম্প্রতি স্বপ্ননীড় এ ৬০জন ভবঘুরে মানুষকে একদিনের খাদ্য তুলে দিয়েছেন সেই সঙ্গে রক্তদান শিবিরসহ হসপিটালে রোগীদের বছরে একদিন ফল বিতরণ করে বলে জানালেন কমিটির সদস্যরা। সম্পাদক অক্ষয় দাস বলেন এই ইউনিয়নকে দেখে ডেকোরেটাস, টোটো, সাউন্ড এন্ড লাইট সহ অনেক ইউনিয়ন তৈরি হয়ে উন্নতি করছে। কিন্তু আমাদের ইউনিয়নের আজ পর্যন্ত কোন অফিস ঘর নেই তাই সরকারি স্তরে এই আবেদন করেছি। সেই সঙ্গে আমাদের সদস্যদের অনেকের কাস্ট সার্টিফিকেট নেই তার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রেখেছি। এদিনের সভায় সদস্যদের সম্মতিক্রমে পুরনো কমিটিকেই বহাল রাখা হলো বলে জানা গেছে।

Latest