Skip to content

খড়গপুরে ২১ জুলাই শহিদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করলেন দিলীপ ঘোষ!

নিজস্ব সংবাদদাতা:  সোমবার ২১ জুলাই খড়গপুর শহরের গিরিময়দান স্টেশন সংলগ্ন মন্দিরের সামনে ‘শহিদ বিজেপি কর্মীদের শ্রদ্ধাঞ্জলি’ সভার আয়োজন করা হয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে। সভায় ডাক পড়েছে মূলত বিজেপির ‘আদি’ নেতা-কর্মীদেরই। তারপরেই সোমবার বেলা ৩ টে নাগাদ খড়্গপুরের গিরি ময়দানে সভায় প্রথমে শহিদ বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের শ্রদ্ধাঞ্জলি জানান দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ বলেন, এবারে কিন্তু ঢুকতে দেব না, খবর নেবেন আপনারা। আজ এখানে অনেক পুরনো কর্মী এসেছেন আজকে পাটিতে যোগদান করবেন। আমাদের পুরনো কর্মীরা অনেকেই একুশের পরে অত্যাচারের ভয়ে তৃণমূলের ঝাণ্ডা ধরেছে, মিছিলে গিয়েছে। বাড়ি ঘর ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু পার্টি ছাড়েননি ভেতর থেকে । আর আজ তাঁরা এসেছেন ফের বিজেপিতে যোগদান করবেন বলে। তাদেরকে আমি অন্তর দিয়ে স্বাগত করছি। কারণ আপনিও রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। আপনাদের সব সময় স্বাগতম। কিন্তু ওই কাটমানি খোর, ওই দালাল, ওই শিক্ষক কেলেঙ্কারির লোক, তাদেরকে নেব না। আমাদের কর্মীরা রাজনৈতিক লড়াইয়ে প্রাণ দিয়েছেন। তৃণমূল যাঁদের স্মরণ করবে, তাঁরা প্রথমত, কংগ্রেসকর্মী ছিলেন। দ্বিতীয়ত, তাঁরা কোনও রাজনৈতিক দলের হাতে খুন হননি, তাঁরা পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন।

Latest