অরিন্দম চক্রবর্তী : সোমবার দুপুরে খড়্গপুরের ঝাপেটাপুর পার্টি অফিসে সাংগঠনিক বৈঠকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ও দিলীপ ঘোষ যোগ দেন। যা নিয়ে গেরুয়া শিবিরে চর্চা তুঙ্গে। প্রায় দীর্ঘ ২৫ মিনিট দু’জনে নিচু স্বরে কথাবার্তা বলেন।এই বৈঠক নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের সাংগঠনিক কথাবার্তা হল মেদিনীপুর নিয়ে। উনি সাংসদ ছিলেন। নিয়মানুযায়ী উনি তো আসতেই পারেন। বৈঠকে ওনাকে স্বাগত জানানো হয়েছে।’’ দিলীপ-লকেট ছাড়াও বৈঠকে ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি, বিজেপি নেত্রী সোনালি মুর্মূ।