Skip to content

খড়্গপুরে প্রেম হরি ভবন প্রাঙ্গণ থেকে মালঞ্চ সেনচক পর্যন্ত বিজেপির ‘কন্যা সুরক্ষা পদযাত্রা'!

অরিন্দম চক্রবর্তী : খড়্গপুরে আজ, মঙ্গলবার বিজেপির ‘কন্যা সুরক্ষা যাত্রা’। রাজ্যজুড়ে দিকে দিকে নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে ২১ জুলাই উত্তরকন্যা চলো অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এর প্রতিবাদে ১৫ জুলাই ২০২৫ স্থান খড়্গপুরে প্রেম হরি ভবন প্রাঙ্গণ থেকে মালঞ্চ সেনচক পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার শুরুতে বক্তব্য দেন বিজেপি দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন মমতা ব্যানার্জি সব দুষ্কৃতকারীদের আশ্রয়স্থল। এ রাজ্যে শুধু নারী সুরক্ষায় নয়, বয়স্কদের ও সুরক্ষা দিতে হবে।স্লোগানে শুভেন্দু অধিকারী বলেন-মমতা হটাও দেশ বাঁচাও।

ধর্ষকদের নেত্রীকে? মমতা ব্যানার্জি আবার কে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,শহর বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় অমূল্য মাইতি ও খড়্গপুর -এর অনেক ছোট বড় নেতা-নেত্রী ও বিজেপি দলের কয়েক শত কর্মী।খড়গপুরে শুভেন্দু অধিকারী বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস ওরফে (ভীমদা) উপর হামলার নিয়ে বলেন রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে কিন্তু গণতন্ত্রে কারও কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায় না।এই হামলা শুধু অনিল দাসের ওপর নয়, এটি পশ্চিমবঙ্গের প্রতিটি সচেতন নাগরিকের অধিকার ও স্বাধীনতার ওপর আঘাত।

Latest