অরিন্দম চক্রবর্তী: ২৬ তম খড়গপুর বইমেলা এবার শুরু হচ্ছে ৩রা জানুয়ারি। শেষ হবে ১১ই জানুয়ারি ২০২৬। খড়্গপুর শহরে অন্তর্গত গিরি ময়দান গীতাঞ্জলি কমিউনিটি হল প্রাঙ্গনে এবার ছোট বড় মিলিয়ে বইয়ের স্টল আসছে ৪২ টি।

থাকছে কবি সম্মেলনসহ নানা রঙের অনুষ্ঠান। অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই এই বইমেলা। বই পড়ুন, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, বইয়ের জন্য হাটুন-এই কথাগুলিকে সামনে রেখে মানুষ গৌতম নারায়ন চৌবে মেমোরিয়াল ট্রাস্ট এর সহযোগিতায় ও খড়্গপুর বইমেলার আয়োজকরা এবং সমাজের বিভিন্ন স্তরের বই পাগল অর্থাৎ বইপ্রেমী মানুষেরা ৩১শে ডিসেম্বর বুধবার মালঞ্চ সুপার মার্কেট থেকে বই পড়ার সচেতনতার বার্তা নিয়ে পদযাত্রা করলেন খরিদা বইমেলা কমিটির কার্যালয় পর্যন্ত।

ব্যান্ডের তালে তালে পা মেলান কয়েকশত মানুষেরা।