অপূর্ব মজুমদার : ৩রা শুক্রবার থেকে শুরু হচ্ছে গৌরবময় ২৫ বছর খড়গপুর বইমেলা। ৫ই জানুয়ারি রবিবার আনুষ্ঠানিকভাবে খড়্গপুর বইমেলা উদ্বোধন করেন কবি জয় গোস্বামী, পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, সাহিত্যিক আবুল বাশার,মহকুমা শাসক পাতিল যোগেশ অশোকরাও, খড়গপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ,বইমেলার সভাপতি তপন কুমার পাল,বইমেলার সম্পাদক দেবাশিস চৌধুরী সহ আরো অনেকে সহ ও অন্যান্ন দলীয় নেতা-নেত্রীরা।প্রথম দিনেই জমজমাট ছিল মেলা চত্বর। স্মরণিকা প্রকাশ, সম্মেলক আবৃত্তি, নৃত্যানুষ্ঠানের পাশাপাশি ৪ই জানুয়ারি শনিবার মরনোত্তর স্মৃতি পুরস্কার প্রদান হয়েছে শিল্পী ডি. কিট্টু, ধীমান পাল, কমল কুন্ডু, অনিল ঘড়াই, নন্দদুলাল রায়চৌধুরী, অশোক মুখোপাধ্যায়, অমিতাভ বসু, চপল ভট্টাচার্য প্রমূখকে।খড়গপুর বইমেলার স্থান গীতাঞ্জলি কমিউনিটি হল প্রাঙ্গণ (গিরিময়দান স্টেশনের নিকট)। ৫ই জানুয়ারি রবিবার সন্ধ্যার আবৃত্তি পাঠ করেন উত্তম পরি ও অর্ণব চক্রবর্তী। এছাড়াও আসবেন ইমন চক্রবর্তী, সলমন আলি, সেঁজুতি দাস, আলতাফ রাজা, আশিষ বিদ্যার্থী, রাজু দাস বাউল ও সম্প্রদায় প্রমূখ। মেলা চলবে ১২ ই জানুয়ারি পর্যন্ত। বইমেলায় আছে আনন্দ পাবলিশার্স, দে'জ পাবলিশিং, পত্রভারতী, মিত্র ও ঘোষ, দীপ প্রকাশনী, উডপেকার, শৈব্যা প্রকাশন, সাহিত্য মন্দির, বিভা প্রকাশন এবং ও আরও ৪০টি নামী লিট্ল ম্যাগাজিন স্টল।মেলা প্রাঙ্গণে আছে বাণিজ্যিক প্যাভিলিয়ন ও ফুড পার্ক।প্রতিদিন সন্ধ্যায় থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।