Skip to content

৩-১১ জানুয়ারি শুরু হচ্ছে ২৬তম খড়গপুর বইমেলা!

1 min read

অরিন্দম চক্রবর্তী: আগামী ৩রা জানুয়ারি থেকে ২৬ তম খড়গপুর বইমেলা শুরু হচ্ছে। ২১শে ডিসেম্বর রবিবার এক সংবাদ সম্মেলন করে জানান উদ্যোক্তারা। খড়গপুর বইমেলা অফিস প্রাঙ্গনে কমিটির সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন"গিরি ময়দান স্থিত গীতাঞ্জলি প্রাঙ্গনে এবারের মেলা উদ্বোধনে আসবেন প্রখ্যাত সাহিত্যিক ডঃ সুদেব বিশ্বাস ও কবি হামিরুউদ্দিন মিদ্দ্যা।"এ দিনের সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সম্পাদক দেবাশীষ চৌধুরী। এছাড়া ছিলেন হেমা চৌবে, মৃণাল শতপথী, প্রশান্ত রায়, মৌসুমী সরকার ও অর্ণব পাল।

হিন্দি কবি সম্মেলনে পাটনা, বেনারস ও জামশেদপুর থেকে আমন্ত্রিত কবিরা আসবেন বলে তিনি জানান। ৪ঠা জানুয়ারি থাকছে মোহর মৈত্রর রবীন্দ্র সংগীত। ফকির নুর আলমের বাউল গান থাকছে ৫ই জানুয়ারি। ৯ই জানুয়ারি থাকবে ট্র্যাপ বাংলা ব্যান্ড ও ১০ই জানুয়ারি থাকবে পোর্শিয়া সেনের বিভিন্ন ধরনের গান। শেষ দিন অর্থাৎ ১১ই জানুয়ারি থাকছে ২০২৫ এর ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন মানসী ঘোষ এর নানা ধরনের গান। উদ্যোক্তারা বলেন অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই এই বইমেলা। ছোট-বড় মিলিয়ে এবছর ৪২ টি বইয়ের স্টল থাকছে বলে জানা গেছে।

Latest