Skip to content

খড়্গপুরে সিভিক ভলেন্টিয়ার খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তাপ ছড়াল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : খড়্গপুরে সিভিক ভলেন্টিয়ার খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তাপ ছড়াল। সমাজবিরোধীদের হাতে সিভিক ভলেন্টিয়ার তুলসী রাও ওরফে উদয়ের মৃত্যুর ঘটনায় খড়্গপুর টাউন থানায় পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানার বাইরে চলে বিক্ষোভ, ওঠে স্লোগান— ‘উই ওয়ান্ট জাস্টিস!’বিক্ষোভস্থল থেকে শুভেন্দু অধিকারী সরাসরি শাসক দলের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন।

upload in progress, 0

তাঁর দাবি, “হিন্দু বলেই সিভিক ভলেন্টিয়ারকে খুন হতে হয়েছে। এই খুনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিদা হোসেনের ঘনিষ্ঠ জাভেদদের যোগ রয়েছে।” তিনি আরও বলেন, এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি নিহত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন বিরোধী দলনেতা।অন্যদিকে, ঘটনার তদন্ত প্রসঙ্গে জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান, ঘটনার পরের দিনই মূল অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “ঘটনার গুরুত্ব বুঝে খুনের ধারা যুক্ত করা হয়েছে।

বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে, কেউ রেয়াত পাবে না।”পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে চা খেতে যাওয়ার সময় মদ্যপ কয়েকজন যুবকের সঙ্গে বচসা বাধে ওই সিভিক ভলেন্টিয়ারের। সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে রবিবার তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর পরই ঘটনাটি খুনের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। খড়্গপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একদিকে যেমন নিহতের পরিবার ন্যায়বিচারের দাবি তুলেছে, অন্যদিকে রাজনৈতিক তরজা ও বিক্ষোভে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এখন সকলের নজর পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে।

Latest