Skip to content

সিভিক পুলিশ উদয় হত্যার শ্রদ্ধাঞ্জলিতে খড়্গপুরে এলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী!

অরিন্দম চক্রবর্তী: জাস্টিস ফর উদয় এই স্লোগানকে সামনে রেখে এলাকার নাগরিকসহ কয়েক হাজার মানুষের সাথে ৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় একটি পদযাত্রায় পা মেলালেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। খড়্গপুরে গিরি ময়দান শিত কেদারনাথ মন্দিরের সামনে শ্রদ্ধাঞ্জলি সভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-সমাজ সেবা করার সূত্রে উদয়কে হত্যা করা হয়। খড়্গপুর শহরে ক্রিমিনালদের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে এটা সবাই স্বীকার করে। পশ্চিমবঙ্গ সরকার তথা পুলিশ প্রশাসনের কাজ সঠিক বিচার উদয়ের পরিবারকে দেওয়া। এখনো পর্যন্ত সেটা পাচ্ছে না। ঘটনায় দুজন মুসলমান ও তিনজন হিন্দু ছেলে ছিল।

কিন্তু পুলিশ মুসলিম অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন অপরাধ যে করে সে অপরাধী সে যে ধর্মেরই লোক হোক না কেন। এটাতো ছবি। ছবির পেছনে আছে ফিদা হোসেন। বর্তমান সরকারের লোক বলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমি হিন্দু ভাইয়ের হত্যার প্রতিবাদে এসেছি। কোর্টে যত বড় বিচারক লাগবে আমি দাঁড় করাবো। ভাষার নামে আমাদের ভাগ করার চেষ্টা করা হচ্ছে। আমি সবাইকে বলব এর বদলা মার। প্রতিবাদ করার জন্য আরো হাজার হাজার উদয় জন্মাবে। পুলিশ মন্ত্রী চোর বানানোর জন্য ঈদের উপর হামলা চালাচ্ছে কিন্তু সিভিক পুলিশ হত্যার কিছু কূলকিনারা করছে না। অবিলম্বে দোষী ফিদা হোসেনকে গ্রেপ্তার করুন। এর জন্য যতদূর যেতে হয় আমরা তাই যাব। শ্রদ্ধাঞ্জলিতে উদয়ের বাবা রমেশ রায় সাঁই উপস্থিত ছিলেন। এছাড়া বিজেপির কাউন্সিলরগণ ও অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি সভায় উপস্থিত ছিলেন। সভা শুরু হয় নীরবতা পালনের মাধ্যমে।

Latest