অপূর্ব মজুমদার : সোমবার সকালে, খড়্গপুর শহরের জনবহুল রাস্তায়, সকলের সামনেই বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস ওরফে (ভীমদা) নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে খরিদা হনুমান মন্দিরের সামনে অনিল দাস ওরফে (ভীমদা) কে নিগৃহীত করে তৃণমূল নেত্রী বেবী কোলে শর্মা ও তার অনুগামীরা। বেবী কোলে শর্মা এবং তার সঙ্গীরা রাস্তায় জুতা ছুঁড়ে মেরে তাকে মারধর করে এবং নানাভাবে হয়রানি করে।খড়্গপুরের ইতিহাসে কলঙ্কিত ঘটনা। পরে অনিল দাস থানায় অভিযোগ জানায়।

সন্ধ্যাবেলা এই ঘটনাকে ঘিরে মালঞ্চ ও খরিদা এলাকায় পথসভা ও প্রতিবাদী বিক্ষোভ করে খড়্গপুর নাগরিক সমাজ। সোমবার রাতে তৃণমূল নেত্রীকে একবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে ফের তাঁকে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, বেবির বিরুদ্ধে শারীরিক হেনস্থা, আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার বিকেলে, খড়গপুর নাগরিক সমাজ এই ঘটনার প্রতিবাদে মালঞ্চ প্রেমহরি ভবন থেকে গোলবাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করে। ক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাহিত্যিক সুনীল মাজি, অভিষেক আগরওয়াল, সবুজ ঘোড়ই , মধূসুদন রায়, বাসুদেব ব্যানার্জী, প্রবীর ঘোষ, সুরঞ্জন দাস মহাপাত্র, দেবাশীষ দে সহ কয়েকশো খড়্গপুরবাসী।

শহরের ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে একটিতে, যেখানে তিনি বেড়ে উঠেছিলেন, সেখানেই তাকে মারধর করা হয়েছিল। নীরব, নিশ্চল প্রত্যক্ষদর্শী মানুষদের ভিড়, কিন্তু কেউ এগিয়ে আসেনি পরিস্থিতি সামাল দেয়ার জন্য।