Skip to content

খড়গপুর থেকে ডেবরা যাওয়ার সময় বসন্তপুরের কাছে বাস দুর্ঘটনা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ  খড়গপুর থেকে ডেবরা যাওয়ার সময় বসন্তপুরের কাছে বাস দুর্ঘটনা কবলে পড়ে যাত্রীরা। আহত যাত্রীরা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়গপুর থেকে ডেবরা আসার সময় বাসটি দ্রুত গতিতে আসছিল। বাসটি দ্রুত গতিতে আসার সময় অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিযে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। আচমকা চালক ব্রেক কোষে যার ফলে সামনের গ্লাস ভেঙ্গে পড়ে যায়। যার ফলে যাত্রীরা আহত হয়।

স্থানীয়রা ছুটে আসে আহতদের কে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একাধিক যাত্রী গুরুতর আহত হয়। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বড়ো সড়ো দুর্ঘটনা হোতে পারতো।এক যাত্রী জানান খড়গপুর থেকে বাসটি দ্রুত গতিতেই আসছিল তবে সকাল থেকে মসুল ধারা বৃষ্টি যার ফলের রাস্তা পুরো ভিজে, এত দ্রুত গতিতে গাড়িটা চালানোর জন্য এই দুর্ঘটনা।

Latest