Skip to content

খড়গপুরের ডিআরএম হিজলি ও মেদিনীপুর অমৃত স্টেশন প্রকল্পগুলি পরিদর্শন করেন!

1 min read

নিজস্ব সংবাদদাতা:  বৃহস্পতিবার ২৩শে জানুয়ারী খড়গপুরের ডিআরএম সকল শাখা কর্মকর্তাদের সাথে হিজলি ও মেদিনীপুর অমৃত স্টেশন প্রকল্পগুলি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নিমপুরার অভ্যর্থনা ইয়ার্ড, ওয়াগন ডিপো এবং নিমপুরার খারাপ লাইন গুলি পরিদর্শন করেন ও রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া নির্দেশনাও দেন। তিনি মেদিনীপুর স্টেশনে ও পরিদর্শন করেন এবং মেদিনীপুরে অমৃত স্টেশন উন্নয়নের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি চলমান কাজ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং তত্ত্বাবধায়কদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন। তার সাথে বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Latest