Skip to content

খড়্গপুরে "দুষ্টু"পত্রিকা-র রবীন্দ্র-জয়ন্তী উদযাপন ও কৃতি শিক্ষার্থী-সম্বর্ধনা!

নিজস্ব সংবাদদাতা : ৯ই মে, শনিবার খড়্গপুরের খড়িদার বিকেলে কার্ল মার্ক্স সেন্টিনারি হলে শিশু ও কিশোর মনের উপযোগী "দুষ্টু" পত্রিকা ও পরিবারের পক্ষ থেকে সাড়ম্বরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত হয়। একই সাথে মাধ্যমিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

সমগ্ৰ অনুষ্ঠানটির পরিকল্পনা ও রূপায়নের প্রধান দায়িত্বে ছিলেন "দুষ্টু" পত্রিকার কর্ণধার সুভাষ বোস এবং সহযোগিতায় ছিলেন শ্যামল চন্দ্র দে, অচিন্ত্য অধিকারী, অসিত বাজপেয়ী, অশোক ঘোষ, বৈশাখী পন্ডা, দেবাশিস খাটুয়া প্রমুখ। বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক ভবেশ বসু, কবি সুনীল মাজী, সমাজ-সেবী দীপক দাশগুপ্ত (দীপুভাই),মুকুল পাল প্রমুখ। শিশুশিল্পী দেবরাজ ঘোষ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। সুভাষ বোস এবং বিশিষ্ট অতিথিরা সারগর্ভ বক্তব্য রাখেন। সঙ্গীতে অংশগ্রহণ করেন অশোক ঘোষ ও সম্প্রীতি কুন্ডু। গীটারে রবীন্দ্র-সঙ্গীতের সুর বাজিয়ে শোনান সঞ্চারী গোস্বামী।

রবীন্দ্র-নৃত্য পরিবেশন করেন ইন্দ্রানী মাইতির নেতৃত্বাধীন তৃণাঙ্কুর নৃত্য গোষ্ঠীর শিল্পীরা এবং প্রগতি পাল বিশ্বাস। আবৃত্তি পরিবেশন করেন শ্যামল চন্দ্র দে, পম্পা পন্ডিত, অনিতা ঘোষ, সোনালী মিত্র ও শিশুশিল্পী অগ্নিজ পন্ডা। স্বরচিত কবিতা পাঠ করেন সুভাষ বোস ও ইন্দ্রানী মাইতি ।খড়্গপুরের বিভিন্ন স্কুল ও মেদিনীপুর গার্লস মিশন স্কুলের যে সব ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাদের স্মারক-উপহার, উত্তরীয়, গোলাপ ফুল ও মিষ্টির প্যাকেট প্রদান করা হয়।

Latest