Skip to content

খড়গপুর বন বিভাগের উদ্যোগে বনমহোৎসব অনুষ্ঠান!

অরিন্দম চক্রবর্তী :  সবুজ-উৎসব উদযাপন করতে এবং সবুজের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার ১৮ জুলাই খড়্গপুর বনবিভাগের উদ্যোগে ‘বনমহোৎসব’ অনুষ্ঠান আয়োজিত হল খড়্গপুর শহরের। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করার পাশাপাশি, বন্যপ্রাণ ও বন্যপ্রাণী রক্ষা করার বার্তা দিলেন সাংসদ জুন মালিয়া,সন্দীপ সিংহ,অসিত পাল প্রমুখ ও অসংখ্য মানুষ অংশ গ্রহণ করে।এছাড়া অনুষ্ঠানে আগত সমস্ত অথিতিদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।

Latest