Skip to content

৭ম জাতীয় মাস্টার্স গেমস টেবিল টেনিসে খড়গপুরের মেয়ে শ্রীপর্ণা নন্দ ৩টি সোনা জয় করলো

1 min read

নিজস্ব সংবাদদাতা : ৭ম জাতীয় মাস্টার্স গেমস ২০২৫ হিমাচল প্রদেশের ধর্মশালায় ২০ থেকে ২৬ এপ্রিল, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয় । এটি সারা দেশের সিনিয়র ক্রীড়াবিদদের জন্য একটি ইভেন্ট, যা সুপার মাস্টার গেমস অ্যান্ড স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার অধীনে মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশন অফ হিমাচল প্রদেশ দ্বারা আয়োজিত হয়। এবার সিঙ্গেলস, ডুবলেস ও মিক্সড ডাবলস টেবিল টেনিসে খড়গপুরের মেয়ে শ্রীপর্ণা নন্দ ৩টি সোনা জয় করলো এবং তার সঙ্গে ছিলেন টেবল টেনিস  তারকা  সুব্রত দত্ত । খড়্গপুর শহরের ইন্দা সারদাপল্লির বাসিন্দা শ্রীপর্ণা নন্দ। এমনকি তিনি বিয়ের পর খেলা ছাড়তে রাজি হননি। ফলে এখনও বিয়ে করেননি তিনি। তাঁর কাছে টেবল টেনিস খেলা ঈশ্বরের মতো।

Latest