Skip to content

খড়্গপুর গোলবাজার দুর্গা মন্দিরের রক্তদান শিবির!

1 min read

অরিন্দম চক্রবর্তী:  ষষ্ঠতম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত করল উই-উইআনস স্বেচ্ছাসেবী সংস্থা। একুশে ডিসেম্বর ২০২৫ তাং গোলবাজার দুর্গা মন্দিরে এদিন ৩১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করেন খড়্গপুর মহকুমা হাসপাতাল ও রেল হাসপাতালের চিকিৎসকেরা। বাৎসরিক এই অনুষ্ঠানে সস্তা থেকে উপস্থিত ছিলেন সৌরভ ঘোষ, সূর্মী চ্যাটার্জী, কৌশানি রায়, অলিভা সাহু ও কেভিডি ওর সদস্যরা। খড়্গপুর শহরের এই সংস্থাটি সাত বছর আগে তৈরি হয়েছিল। সমাজ সেবামূলক বিভিন্ন ধরনের কাজ সারা বছর করে থাকে এই সংস্থাটি।

Latest