Skip to content

খড়গপুর আইআইটিতে দেশের প্রথম মহিলা চিকিৎসক ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলীর ও ভারতরত্ন ডঃ বিধান চন্দ্র রায়ের আবক্ষ্য মূর্তির শিলান্যাস অনুষ্ঠান!

নিজস্ব সংবাদদাতা : আজ, জাতীয় চিকিৎসক দিবস এবং ভারতরত্ন ডঃ বিধান চন্দ্র রায়ের ১৪৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে, আইআইটি খড়গপুর লাইফ সায়েন্স ভবনে ডঃ বি. সি. রায়ের পূর্ণদৈর্ঘ্য মূর্তি এবং মেডিকেল কলেজ অ্যানেক্সে ভারতের প্রথম অনুশীলনকারী মহিলা চিকিৎসক ডঃ কাদম্বিনী গাঙ্গুলির একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। ভারতের অগ্রণী চিকিৎসা কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ডঃ ভি. নারায়ণন, আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক ডঃ সুমন চক্রবর্তী,উপ-পরিচালক অধ্যাপক রিন্টু ব্যানার্জি, বি. সি. রায় মাল্টি-স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টারের ডিন অধ্যাপক সৌমেন দাস এবং অন্যান্য সম্মানিত আইআইটির অনুষদ, কর্মী এবং শিক্ষার্থীরা।

স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক সংস্কারে যাদের অবদান অতুলনীয় তাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক চডঃ সুমন চক্রবর্তী বলেন গবেষণা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক চিকিৎসা শিক্ষার মাধ্যমে মানব স্বাস্থ্যের উন্নতির জন্য আইআইটি খড়গপুরের প্রতিশ্রুতির উপর জোর দিচ্ছে । এই স্মারকগুলি প্রতিদিনের অনুপ্রেরণা হিসেবে কাজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যা বিজ্ঞান, সেবা এবং সামাজিক দায়বদ্ধতাকে একীভূত করার জন্য খড়গপুর আইআইটির অব্যাহত লক্ষ্যকে প্রতিফলিত করবে। যা বিগত দিনে ড. বি. সি. রায় এবং ড. কাদম্বিনী গাঙ্গুলীর উত্তরাধিকারের প্রতিধ্বনি করবে ৷

এদিন সকালে খড়গপুর আইআইটি ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম বার্ষিকীতে চিকিৎসক দিবস পালন করা হয়। আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী মূল ভবনের প্রবেশপথে ডঃ বি. সি. রায়ের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সঙ্গে ছিলেন আইআইটি খড়গপুরের উপ-পরিচালক রিন্টু ব্যানার্জি ; ডিন; অনুষদ সদস্য এবং আইআইটি কর্মীরা।

Latest