নিজস্ব সংবাদদাতা : খড়গপুর আইআইটির তরফে জানা গিয়েছে, অভিজিৎ মুখোপাধ্যায় হলেন খড়গপুর আইআইটির ভূতত্ত্ব ও ভূ-পদার্থবিদ্যা বিভাগ এবং পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল স্কুলের অধ্যাপক ৷ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হাইড্রোজিওলজিস্ট (আইএএইচ)-এর তরফে তাঁকে 2025 অ্যাপ্লাইড হাইড্রোজিওলজি পুরস্কার প্রদান করা হয়েছে ৷ অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হয় ।অ্যাপ্লাইড হাইড্রোজিওলজি পুরস্কার প্রতি বছর এমন একজন বিজ্ঞানীকে প্রদান করা হয় যিনি অ্যাপ্লাইড হাইড্রোজিওলজির ক্ষেত্রে, বিশেষ করে ভূগর্ভস্থ জল সম্পর্কিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । এবার এই আন্তর্জাতিক সম্মান পেলেন অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায় ৷ তাঁর প্রশংসাপত্রে আইএএইচ অধ্যাপককে একজন অত্যন্ত সম্মানিত শিক্ষাবিদ হিসেবে বর্ণনা করেছে এবং তাঁর অসামান্য গবেষণা রেকর্ড ও বিস্তৃত বৈজ্ঞানিক কাজের প্রশংসা করেছে । সংস্থাটি আরও উল্লেখ করেছে যে যদিও তাঁর কাজ মূলত গবেষণার উৎকর্ষতার উপর ভিত্তি করে তৈরি, এটি নিম্ন ও মধ্য আয়ের দেশগুলির মুখোমুখি গুরুত্বপূর্ণ জল ভূততাত্ত্বিক চ্যালেঞ্জগুলিও মোকাবিলা করে এবং তাঁর গবেষণার বিশ্বব্যাপী প্রভাব এই পুরস্কারকে সম্পূর্ণরূপে ন্যায্যতা দেয় ।অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায় ভূগর্ভস্থ জল দূষণ এবং জলভূত রাসায়নিক প্রক্রিয়াগুলির উপর তাঁর অগ্রণী গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে বিখ্যাত ।

ভূগর্ভস্থ জলের গুণমান, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈজ্ঞানিক বোঝাপড়া জোরদার করার ক্ষেত্রে তাঁর কাজ উল্লেখযোগ্য অবদান রেখেছে । তিনি এর আগে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মান পেয়েছেন । তিনি 2014 সালে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় ভূ-বিজ্ঞান পুরস্কার (National Geoscience Award) এবং 2020 সালে ভারতের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারে (Shanti Swarup Bhatnagar Prize) ভূষিত হন ।