Skip to content

এক মাসের মধ্যে ৩ জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের জন্য আইআইটি খড়গপুরে ফরেন্সিক দল!

নিজস্ব সংবাদদাতা : আইআইটি খড়গপুরে ছাত্রদের আত্মহত্যা থামছেই না। আইআইটি খড়গপুরে এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর কারণে দেশের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানটি আবারও খবরে। আত্মহত্যা না খুন, তা তদন্ত করে দেখছে খড়্গপুর টাউন থানার পুলিশ। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞেরা। তাঁরা মৃত দুই পড়ুয়া হস্টেল রুমে গিয়ে কিছু নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও ভিসেরা পরীক্ষার জন্য আগেই পাঠিয়েছিল পুলিশ। তদন্তকারী সূত্রের খবর, ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণে ধোঁয়াশা কাটতে পারে।ছাত্র ঋতম মণ্ডল এবং চন্দ্রদীপ পাওয়ারের মৃত্যুর তদন্তের অংশ হিসেবে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল আইআইটি খড়গপুরের রাজেন্দ্র প্রসাদ এবং নেহেরু হল পরিদর্শন করেছে। সম্প্রতি ইনস্টিটিউটে উভয় ছাত্রের মৃত্যু হয়েছে। মন্ডলকে তার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও, পাওয়ার ট্যাবলেটে শ্বাসরোধ করে মারা গিয়েছিলেন।বৃহস্পতিবার, দুই সদস্যের ফরেনসিক দলের সাথে পুলিশ এবং আইআইটি কর্তৃপক্ষের তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Latest