Skip to content

খড়গপুর শহরে ফোর্স কোম্পানি ট্রাভেলার মনোবাস উদ্বোধন!

1 min read

অরিন্দম চক্রবর্তী: ফোর্স ট্রাভেলার হলো ভারতের বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্স মোটরস (Force Motors)-এর তৈরি একটি জনপ্রিয় হালকা বাণিজ্যিক যান (LCV), যা মূলত যাত্রী পরিবহন ও মালপত্র বহনের কাজে ব্যবহৃত হয়।

বৃহস্পতিবার ,১১ ডিসেম্বর ফোর্স মোটরস কোম্পানির ৪১ সিটের ট্রাভেলার মনোবাসের উদ্বোধন হলো খড়গপুর শহর পার্শ্বস্ত চৌরঙ্গীর ওন্ডার ইন হোটেলে। আকর্ষণীয় মাইলেজ, অত্যন্ত আরামদায়ক, নিরাপদ ও অতি উন্নত মানের এই বাসটি উদ্বোধনে কোম্পানি থেকে আসেন কে কে ডাগা, অমল জালানি, সৌভিক ঘোষ, বিশ্বজিৎ মুখার্জি, সঞ্জয় নাথ সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের দিনে গাড়িটি ৯৯৯ টাকা দিয়ে বুকিং করার অফার দেওয়া হয়েছে।

Latest