Skip to content

খড়্গপুর ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উৎসব!

1 min read

নিজস্ব সংবাদদাতা : রেলনগরী খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন উৎসব অনুষ্ঠিত হলো তিন দিন ধরে। এই উপলক্ষে প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিন দিনের বিভিন্ন সময়ে চক্ষু পরীক্ষা শিবির, রক্তের গ্রুপ নির্ণয় শিবির,বিজ্ঞান প্রদর্শনী, প্রাক্তনীদের সম্মেলন ও তিনদিন ধরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী সমন্বয়ে এবং আমন্ত্রিত শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন ছিলেন স্থানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ তথা খড়্গপুর আই আই টি'র অধ্যাপক দেবপ্রিয় দাস, খড়গপুরের বিখ্যাত শিল্পসংস্থা কেটেক্সরে কর্ণধার যশবন্ত রায়সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা।

এছাড়া বিভিন্ন দিনে এসে শুভেচ্ছা জানিয়ে যান খড়্গপুর পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ, স্থানীয় কাউন্সিলর অপর্ণা ঘোষ, শালবনি মৌপাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, খড়্গপুর বেনাপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন ঘোষ, শালবনির কুতুরিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুনাংশু দে, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক ও সমাজকর্মী সুদীপ খাঁড়া সহ আরো অনেকে।বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ও আমন্ত্রিত শিল্পীদের দ্বারা পরিবেশিত নাচ,গান, উচ্চাঙ্গ সঙ্গীত,নাটক, আবৃত্তি, যন্ত্রসংগীত, নৃত্য নাট্য ,রিদিমিক যোগা,ঝুমুর গান, পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ,পুতুল নাচ সহ আরও অন্যান্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পী হিসেবে বিখ্যাত শিল্পী আরাত্রিকা সিনহা, রাহুল দত্ত সংগীত পরিবেশন করেন। পাশাপাশি কলকাতার রক ব্যান্ড 'দি লাস্ট এপিসোড' তাদের জমজমাট সংগীত শেষ দিনের মঞ্চ মাতিয়ে দেয়।

প্ল্যাটিনাম জয়ন্তীকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার বাসিন্দাদের মধ্যে বিশেষ উদ্দীপনার সঞ্চার হয়। সকলের সহযোগিতায় তিন দিনের এই অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. পার্থ ঘোষ ও বিদ্যালয়ের এডমিনিস্ট্রেটর দেবনাথ পান্ডা।

Latest