অপূর্ব মজুমদার : ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি এর উদ্যোগে প্রথম বর্ষ হেল্থ ও হার্ট চেক আপ ক্যাম্প হলো খড়গপুর ১৩ নং ওয়ার্ডে সংস্থার অফিসে। কোলকাতার বি পি পোদ্দার হাসপাতাল থেকে এসেছিলেন ডঃ এস কে ইসরাফিল ও ডঃ চিরঞ্জিত মাইতি। প্রেসার, সুগার চেক করেন উজ্জ্বল দাস, ইসিজি করেন শুভঙ্কর সামন্ত। মোট ১০৪ জনের পরীক্ষা করা হয়। শিবিরে এসেছিলেন এ এস আই পুষ্পেন্দু বর্মন, কাউন্সিলর বিষ্ণু প্রসাদ, টি নাগেশ্বর রাও, প্রাক্তন কাউন্সিলর ভেঙ্কট রামনা, সমাজসেবী সমীর গুহ, শ্যামল ব্যানার্জী প্রমূখ। সংস্থার পক্ষে ছিলেন সভাপতি বিজয় প্রতাপ সিং, অলোক আরিক, আনন্দ শর্মা, গোপাল শর্মা, দুর্গা সাহু, দুর্গা শর্মা, ঋতুরাজ চৌধুরী তাপস মিদ্যা প্রমূখ।