Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডার অন্তর্গত একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড!

নিজস্ব সংবাদদাতা : ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড।পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা অঞ্চলের শোভাপুরে একটি স্ক্র্যাপ এর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫ই জানুয়ারী সোমবার রাত প্রায় আটটা নাগাদ গুদামটিতে সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। বলে স্থানীয় রা জানিয়েছেন।

এর পরেই খবর দেওয়া হয় অগ্নি খড়গপুরের দমকল বাহিনী কিন্তু এত দূর থেকে আসতে গেলে অনেকটা পুড়ে যেতো। তাই পশ্চিম মেদিনীপুর জেলার আইএনটিটিইউসির জেলা সভাপতি তাড়াতাড়ি খবর দেয় রেশমি গ্রুপের পরিচালক অভিজিৎ চৌধুরী ওরফে ভাস্কর ও আইনি প্রধান তাপস নাথকে । রেশমি গ্রুপের দুটি বড় দমকলের গাড়ি। শুরু হয় আগুন নিভানোর কাজ।

প্রায় আধ ঘণ্টার চেষ্টায় রেশমি গ্রুপের দমকলের ২টি ইঞ্জিন বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ৷পাশাপাশি প্রচুর এলাকার মানুষরা বসবাস করেন আগুন যদি ছড়িয়ে যেতো ভয়ঙ্কর হতো বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই বিষয়ে জেলা আইএনটিটিইউসির সভাপতি গোপাল খাটুয়া জানান, গুদামটি স্থানীয় বাসিন্দা শেখ মন্টুর। গুদামটিতে পরিত্যক্ত ড্রাম ও অন্যান্য সামগ্রী মজুত রাখা ছিল। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ৷

Latest