নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমার খাকুড়দা ভগবতী দেবী পিটিটিআই কলেজের উদ্যোগে এবং মেদিনীপুর ফিল্ম সোসাইটির সহযোগিতায় একটি সিনে ক্লাবের উদ্বোধন হলো শুক্রবার। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড.সিদ্ধার্থ মিশ্র।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিল্ম সোসাইটির কার্যকরী সভাপতি সিদ্ধার্থ সাঁতরা, সাধারণ সম্পাদক সত্যজ্যোতি অধিকারী ,জয়েন্ট সেক্রেটারি পরাগ কান্তি দত্ত, পত্রিকা সম্পাদক তনুশ্রী ভট্টাচার্য প্রমুখ।সারাদিন ধরে দুদফায় চলচ্চিত্র প্রদর্শন হয় এবং সিনেমা নিয়ে আলোচনায় অংশ নিলেন কলেজের একঝাঁক মেধাবী উৎসাহী তারুণ্যেভরা শিক্ষার্থী এবং মাধ্যমিক স্তরের মনোযোগী কিশোর পড়ুয়ারা।চলচ্চিত্রের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শৈল্পিক ,সাংস্কৃতিক ও সামাজিক দিক সম্পর্কে সচেতনতা তৈরি হয় এবং ছাত্র-ছাত্রীদের মধ্য দিয়ে সমালোচনামূলক ও সৃজনশীল দক্ষতার বিকাশ গড়ে ওঠে সঙ্গে সঙ্গে তিনি ছাত্র-ছাত্রীদের সমালোচনা মূলক লেখার জন্য আহ্বান জানান। এরপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিদ্ধার্থ সাঁতরা তাঁর বক্তব্যের মধ্য দিয়ে কিছু কথা তুলে ধরেন। তিনি চলচ্চিত্রের ইতিহাস প্রসঙ্গে কিছু বলেন আর বলেন বর্তমানে ইন্টারনেটের যুগে নতুন নতুন লেখার প্রবণতা কমে আসছে মুঠোফোনের মাধ্যমে আমরা সবাই বন্দি তাই ছাত্রছাত্রীদের মধ্যে নতুন নতুন লেখার প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। ছাত্র-ছাত্রীরা নতুনত্বের ভাবনা দিয়ে কিছু লিখতে বলেন বিভিন্ন ধরনের স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বানানোর মাধ্যমে নিজের সৃজন ক্ষমতা বিকাশের সঙ্গে সঙ্গে পরবর্তীকালে জীবনের পেশা হিসেবে এটিকে গ্রহণ করতে পারে। সিনে ক্যাম্পাসের উদ্বোধনের দিনে ছাত্র-ছাত্রীদের দুটো সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয় কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সত্যজিৎ রায় প্রযোজিত "সমাপ্তি" সিনেমাটি প্রদর্শিত হয় সিনেমার শেষে তাদের কাছে এই সিনেমার উপলব্ধি সম্পর্কে জানতে চান ।ছাত্রছাত্রীরা সিনেমার পরিপ্রেক্ষিতে নানান সামাজিক ভাবনা গুলির কথা তুলে ধরে ।স্কুলের ছাত্রছাত্রীদের " চার্লি চ্যাপলিনের" তিনটি গল্প দেখানো হয় গল্প শেষে তাদের গল্প সম্পর্কে জানতে চাইলে তারা সেই গল্পের উল্লেখযোগ্য ঘটনা গুলিকে নিয়ে নতুন গল্প বানানোর চেষ্টা করার সঙ্গে সঙ্গে নতুন লেখার অঙ্গীকার করে।