Skip to content

খড়্গপুরের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা কর্মসূচি!

1 min read

নিজস্ব সংবাদদাতা :পরিবেশ সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে খড়্গপুরের হিজলি সংলগ্ন কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ে। পরিবেশকে রক্ষা করতে পারে একমাত্র গাছ। প্রকৃতির ভারসাম্য রক্ষা হয় গাছের মাধ্যমে। তাই প্রতিটি মানুষের উচিত গাছ লাগানো। পরিবেশপ্রেমী শিক্ষক ভবানীপ্রসাদ দাস পরিবেশ সচেতনতার ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষতো বটে, শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে দিতে চান।

এই স্কুলের শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন এবং পরিবেশ সচেতনতার পাঠ করানো হয়। পাশাপাশি গাছের ভূমিকা মানুষের জীবনে কতখানি রয়েছে তা বোঝানোর জন্যই শিক্ষার্থীদের হাতে দিয়ে গাছ লাগানো হয়।কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস মহাশয়া গড়ে তুলেছেন এক স্বপ্নের স্কুল।

তিনি ২০২৫ এ জাতীয় শিক্ষক সম্মানে সম্মানিত হয়েছেন। এই স্কুলে গতানুগতিক পাঠদানের বদলে আধুনিক পাঠদান দেখে অভিভূত হন।

ভবানীবাবুও পেশায় একজন শিক্ষক। বর্তমানে তিনি হুগলির আরামবাগ হাই স্কুলে শিক্ষকতা করেন। তিনি বলেন তাদের আরামবাগ হাই স্কুলের জনপ্রিয় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয়ও প্রয়োগমূল ও আনন্দদায়ক পাঠদানের কথা সর্বদা তাদের বলে থাকেন। এটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম মডেল প্রাথমিক বিদ্যালয় ।

Latest