অরিন্দম চক্রবর্তী: লাইফ ইন্সুরেন্স এজেন্ট স ফেডারেশন অফ ইন্ডিয়া ১৯৬৪ খড়গপুর সিএবি ব্রাঞ্চ কাউন্সিল ইউনিট এর উদ্যোগে ২১শে ডিসেম্বর রবিবার মালঞ্চ লাল বাংলো সিএবি প্রাঙ্গনে একটি সভা অনুষ্ঠিত হয়।সভাতে ১০জনের একটি কমিটি গঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প গুলির অভাব অভিযোগ সভাতে তুলে ধরা হয়।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্তরঞ্জন সিন্দে ,সহ সভাপতি সুভাষচন্দ্র শেষ, সম্পাদক হয়েছেন মানস মন্ডল,সহ সম্পাদক বাচ্চু সুত্তার ,অমিত দেব, কোষাধ্যক্ষ তরুণ বর্মন।দিয়াছি ১৯৬৪ একটি অরাজনৈতিক সর্বভারতীয় দল।যারা চেয়ারম্যানের সঙ্গে আই সি সি মিটিং এ বসে ও এজেন্টদের সমস্যা সমাধান করতে পারে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খড়গপুর সিএবি ব্রাঞ্চ ম্যানেজার অনিমেষ রায়,লিয়াফির ইস্টার্ন জোনের সম্পাদক সুকল্যান দে, খড়গপুর ডিভিশনের লিয়াফি সভাপতি উত্তম রায়, সম্পাদক শ্রীমন্ত জানা, খড়গপুর ডিভিশনের কোষাধ্যক্ষ সৌরভ মাদী সহ দশটি ব্রাঞ্চের প্রতিনিধিরা।