নিজস্ব সংবাদদাতা: ১৮ই মে, রবিবার "খড়গপুর সাহিত্য সভা"-র উদ্যোগে খড়্গপুরের খড়িদার স্থানীয় কার্ল মার্কস সেন্টিনারি লাইব্রেরী হল-এ বিশেষ ষান্মাসিক সাহিত্য বৈঠকে রবীন্দ্র-নজরুল-জয়ন্তী পালিত হয়। একই সাথে বিশিষ্ট সাহিত্যিক বাজীরাও সেন স্মারক বক্তব্যও উপস্থাপিত হয়। বন্দনা দত্তের উদ্বোধনী সঙ্গীতর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবীণ কবি-সাহিত্যিক অম্বর কান্তি কুমার এবং প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন যথাক্রমে কবি-সাহিত্যিক ভবেশ বসু ও "নয়ন" পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল। শ্যামল চন্দ্র দে, বিদ্যুৎ পাল, ভবেশ বসু, কৃষ্ণ শতপথী, দীপঙ্কর সাঁতরা, সুভাষ বোস, অজয় শীল, অরবিন্দ অধিকারী , মহুয়া রায়চৌধুরী এবং আরও অনেকে স্বরচিত কবিতা পাঠ করেন। স্বরচিত গল্প পাঠ করেন অম্বর কান্তি কুমার, মদন মোহন দে, দেবাশিস খাটুয়া, বরুণ বিশ্বাস , জয়ন্তী রায় প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন মানসী রায় চট্টোপাধ্যায়,বৈশাখী পন্ডা এবং শিশু শিল্পী অগ্নিজ পন্ডা। সঙ্গীত পরিবেশন করেন দিলীপ মিত্র,নিমাই সিং,তন্ময় সোরেন প্রমুখ। সাহিত্যিক বাজীরাও সেন স্মারক বক্তব্য রাখেন ভবেশ বসু। ষান্মাসিক সাহিত্য পত্রিকা "এবং বাতায়ন"-এর নববর্ষ সংখ্যাও এদিন প্রকাশিত হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈশাখী পন্ডা, সহযোগিতায় শ্যামল চন্দ্র দে, দেবাশিস খাটুয়া এবং মহুয়া রায়চৌধুরী।