অপূর্ব মজুমদার : খড়গপুর লোকাল নিরঞ্জনবাড় প্রাথমিক শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় এবং মিলনাঞ্জলির উদ্যোগে সামান্য কিছু উপহার ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। মিলনাঞ্জলির ষষ্ঠ বর্ষের 'ইচ্ছে-পূরণ' অনুষ্ঠান সাফল্যের সাথে সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষিকা কবিতা হেমব্রম , মিলনাঞ্জলির অন্যতম সদস্য সায়ন্তন , কৌশিক , পিয়াল , শুভাশিস , পূজা , ষষ্ঠী , অরবিন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান শিক্ষিকা কবিতা হেমব্রম তার বক্তব্যে মিলনাঞ্জলির এই উদ্যোগকে সাধুবাদ জানান ও ভবিষ্যতে এ ধরনের আরো অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন।সংগঠনের সদস্য সৌরদীপ জানিয়েছেন যে "প্রথম বছরে মাত্র ১২ জনকে দিয়ে শুরু করে প্রায় ৫৮ জন বাচ্চার হাতে সামান্য উপহার তুলে দিতে পারছি ,এটাতো আমাদের সংগঠনের জন্যেও একটা ইতিবাচক দিক।কিন্তু আমাদের বুঝতে হবে সমাজে এখনও কত শিশু রয়েছে যাদের শৈশব সংকটে।আশা রাখি সুদিন আসবে।"মূলত এলাকার দুটি আই সি ডি এস স্কুলের কচিকাচাদের নিয়েই এই আয়োজন।প্রায় ৫৮ জন কচিকাঁচা দের স্কুলের ব্যাগ ও কম্বল তুলে দেয় মিলনাঞ্জলির সদস্যরা।