অরিন্দম চক্রবর্তী : রক্ত দান করলে কিন্তু রক্ত কমে যায় না বরং বেড়ে যায় বিশ্বাস, মানবতা আর জীবন বাঁচানোর সাহস। রক্তদান করুন, জীবন বাঁচান। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করল খড়গপুর মালঞ্চ স্টার ইউনিট ক্লাব। রবিবার ২৬ শে অক্টোবর ক্লাব প্রাঙ্গণ কালীপুজোর প্যান্ডেলে এদিন ২৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, শিবির উৎসর্গীকৃত স্বর্গীয় ক্লাব সদস্য চিত্তরঞ্জন সরকারের পরিবারের সদস্যরা। এছাড়া ছিলেন ক্লাব সম্পাদক প্রদীপ পাহাড়ি ও সভাপতি গৌতম রাউত। রক্ত সংগ্রহ করেন ডাঃ অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে খড়্গপুর মহকুমা হাসপাতালের সাতজনের চিকিৎসক টিম। ক্লাবটি বছরে দুবার এই রক্তদান শিবির অনুষ্ঠিত করে। স্বেচ্ছায় রক্তদান করুন, মুমূর্ষ রোগীর মুখে হাঁসি ফোটান।