Skip to content

খড়গপুর মালঞ্চ যুব সংঘ ক্লাবের ৭১তম প্রতিষ্ঠা দিবস!

অপূর্ব মজুমদার : যথাযথ মর্যাদায় খড়গপুর মালঞ্চ যুব সংঘ ক্লাবের ৭১ তম প্রতিষ্ঠা দিবস পালন করল। ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকালে পতাকা উত্তোলন করেন ৮৫ বছরের যুবক ডাক্তার অমলেন্দু সামন্ত। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় নৃত্য মঞ্জলিকা এর ছাত্র ছাত্রীদের একক ও যৌথ নৃত্যের মধ্যে দিয়ে। প্রতিষ্ঠাতা সদস্য কেউ বেঁচে নেই। সিনিয়র সদস্য বেশ কয়েকজনকে সম্মানিত করল ক্লাব। এদের মধ্যে ছিলেন শশাঙ্ক মুখার্জি, সমীর গাঙ্গুলী, মানিক দাস, বিশ্বনাথ চ্যাটার্জি, মুকেশ কুমার প্রমুখ।

ক্লাব সভাপতি স্বপন সিনহা ক্লাবের ইতিহাস তুলে ধরেন। রাই মোহন আদিত্য এর নামে জমিটা ছিল। অনেক ঘাত প্রতিঘাত পার করে ক্লাব আজ এই জায়গায় এসেছে। আগামী দিনে আমরা আরো ভালো পরিসেবা দেবো সমাজকে। উপস্থিত সিনিয়র সদস্যদের প্রণাম জানান সভাপতি।বক্তব্য রাখেন পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ, খড়গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী। গান শোনালেন স্বস্তিকা সেন, বিদ্যুৎ গোস্বামী, ডঃ অনুপ মল্লিক, কৌশিক চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী।

উপস্থিত ছিলেন " মৈত্রেয়ী " এর স্বপ্না মুখার্জি , মহুয়া চ্যাটার্জি, নিশি সিনহা, তৃপ্তি চ্যাটার্জি প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক সৌমেন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।যন্ত্রসংগীত এ সহযোগিতা করেন কিবোর্ডে সুদীপ্ত বসু, তবলায় শান্তনু চক্রবর্তী।

Latest