অরিন্দম চক্রবর্তী : রক্তদান একটি মহান দান!আপনার প্রতি ফোঁটা রক্ত কাউকে জীবন দান করতে পারে!! খড়গপুর শহরের মালঞ্চ যুব সংঘ ক্লাবের উদ্যোগে রবিবার ২৩শে নভেম্বর এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন অনুষ্ঠিত শিবিরে একজন মহিলা সমেত ১৫ জন রক্তদাতা রক্তদান করেন।অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, ক্লাব সম্পাদক সৌমেন চক্রবর্তী, ক্লাব সভাপতি স্বপন সিনহা, মৈত্রেয়ী মহিলা সংগঠনের সম্পাদিকা মহুয়া চ্যাটার্জি ও নিশি সিনহা এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।রক্ত সংগ্রহ করেন ডাঃ অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে খড়্গপুর মহকুমা হাসপাতালের সাতজনের চিকিৎসক টিম।