Skip to content

খড়্গপুর শহরের মালঞ্চ ১০ নম্বর ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা!

খড়গপুর অপূর্ব মজুমদার: ১৯ শে জানুয়ারী রবিবার খড়্গপুর শহরের মালঞ্চ ১০ নম্বর ওয়ার্ডের এলাকাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বি হরিশ কুমার। বিভিন্ন দূরত্বের দৌড়, হাই জাম্প, লং জাম্প, আলু দৌড়, মিউজিক্যাল বল, যেমন খুশি সাজো ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। খড়্গপুর অ্যাথলেটিক সেন্টার এর প্রশিক্ষক আদিনাথ ভট্টাচার্য ও তাঁর ছাত্ররা ক্রীড়া পরিচালনা করেন। ১৭ তারিখে ক্রিকেট প্রতিযোগিতা হয়। বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ, বি হরিশ কুমার, বাপী সেনগুপ্ত, অর্ণব মুখার্জি, আদিনাথ ভট্টাচার্য, চয়ন চ্যাটার্জি, কে নাগেশ্বর রাও, শিব শংকর দে, সুনীল দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Latest