Skip to content

খড়্গপুরে বাংলা পক্ষের প্রতিবাদ সভা!

অরিন্দম চক্রবর্তী : ২৫শে মে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বিধানসভার অধীনে মালঞ্চ অতুল মনি স্কুলের সামনে বাংলা পক্ষ শাখার পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। বাঙালিদের অধিকারের জন্য একমাত্র জাতীয় সংগঠন বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে সংবিধান ও আইন মেনে সমগ্র ভারত জুড়ে বাঙালি ও বাঙালিদের উপর অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে আসছে। কিছুদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারে বাঙালি শ্রমিকদের মারধর ও তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে বাংলা পক্ষ সারা বাংলায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে। প্রতিবাদ সভায় তার বক্তব্যে কলকাতা বাংলা পক্ষ সম্পাদক সৌম্য বেরা বলেন, বাঙালিদের নিজস্ব ভোট ব্যাংক তৈরি করা উচিত এবং বিভিন্ন প্রতিরোধমূলক কার্যকলাপ কঠোর হাতে দমন করা উচিত।

পশ্চিম বর্ধমান বাংলা পক্ষ জেলা সম্পাদক অক্ষয় ব্যানার্জি বলেন, বাঙালিদের তাদের ন্যায্য চাকরি দখল করা উচিত। যদি তারা বাংলায় থাকতে চায়, তাহলে তাদের চোখ নামিয়ে কথা বলা উচিত। বাঙালি পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, "যদি বাংলায় কিছুই না থাকত, তাহলে উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশার মানুষ এখানে কেন আসছে? তারা বাঙালিদের ভয় দেখাতে এসেছে।" ছন্দে ছন্দে তিনি বলেন, "তোমরা খুব বেশি উড়োজাহাজ চালাও না/তোমরা বাঙালিদের চেনো না।" বাঙালি পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জি বলেন, "চাকরির দিক থেকে আমরা এখন এক ভয়াবহ শত্রুর মুখোমুখি, আমাদের তাকে পরাজিত করতে হবে।" তিনি হুমকি দেন, "আমাদের ফিরে যেতে হবে/আমরা হেঁটে যাব অথবা উড়বো।" তিনি আরও বলেন, "বাঙালিদের মধ্যে অনৈক্যের কারণে শত্রুরা উঠছে।" কাজের দিক থেকে তিনি বলেন, "প্রত্যেক বাঙালিকে নিজের কবর খুঁড়ে বসে থাকতে হবে। তবেই আমরা বলতে পারব, 'আমার ভূমি আমার মা।'" আজকের প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক রাজেশ পাঠক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আব্দুল লতিফ।

Latest