Skip to content

খড়গপুর শহরের নটরাজ কালীমন্দির উন্নয়ন সমিতির কালীপূজোর উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপা !

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরের মালঞ্চর শ্রী শ্রী নটরাজ কালীমন্দির উন্নয়ন সমিতির কালীপূজো  ৪৮তম বর্ষে পা রেখেছে এবং উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-'কালী পুজো হচ্ছে অশুভ শক্তির বিনাশ। সর্বধর্ম সমন্বয়ের রূপ এই মিনি ইন্ডিয়া খড়গপুর সরি আপনারা এই পুজোয় শান্তিপূর্ণভাবে ব্রতী হোন এই কামনা করি।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সিংহ, মহকুমা পুলিশ আধিকারিক ধীরাজ ঠাকুর, খড়্গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, টাউন আইসি রাজীব পাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজোর চার দিন নানা রঙের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বলে জানালেন সম্পাদক রঞ্জিত ভাদুড়ি, সভাপতি সুধীর চন্দ্র ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট খেলোয়াড় নুপুর ভট্টাচার্য। পুজোর পরদিন কয়েক হাজার মানুষকে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়।

Latest