Skip to content

খড়্গপুর শহরের মালঞ্চ প্রেম হরি ভবন সভাগৃহে অনুষ্ঠিত হলো কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি এর জেলা সম্মেলন!

অরিন্দম চক্রবর্তী : কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো খড়্গপুর শহরের মালঞ্চ প্রেম হরি ভবন সভাগৃহে। ২৩ শে মার্চ ২০২৫ এই সম্মেলনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহ: কামরুজ্জামান কামার। এক বক্তব্যে তিনি বলেন-সিপিএমের ৩৪ বছরের রাজত্বকালে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে ১০ লক্ষ কর্মী বেকার হয়েছিলেন। তৃণমূলের জমানায় যেটুকু বাকি ছিল সেগুলি শেষ হওয়ার পথে। এই সরকার মজনুর বিরোধী। বাংলায় কাজ না পেয়ে এক কোটি লোক পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, গুজরাট শহর দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসেবে কাজে গেছেন। এদের মধ্যে দিল্লিতেই আছেন প্রায় ৮ লক্ষ লোক। তিনি আক্ষেপ করে বলেন খবরের কাগজ খুললেই দেখবেন রাজ্যের লুটতরাজ ,রেপ এর খবর। এখানে ল এন্ড অর্ডার বলে কিছু নেই। শিল্প কারখানার জন্য যতগুলি 'মও ' স্বাক্ষরিত হয়েছে কোন জায়গায় তার ছিটেফোটাও ইনভেস্টমেন্ট নেই। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সহ-সভাপতি শহীসঠা পরউইন, পশ্চিম মেদিনীপুর জেলার কংগ্রেস সভাপতি সমীর রায়, ইনটাকের সভাপতি কমল কিশোর খান্না। এছাড়া ছিলেন-উজ্জ্বল মুখার্জি, অমিত শর্মা, পাপিয়া চক্রবর্তী, অনিল শিকারিয়া, শচীন কুমার, শমিতা দাস, মন্নু পারোয়ান ও আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Latest