পশ্চিম মেদিনীপুর অপূর্ব মজুমদার : রক্তদান একটি মহান দান,সবসময় রক্তের অভাব দেখা দেয়, এটা নুতন কথা নয়। বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অভাব কার্যত চরম আকার ধারণ করেছে। ব্লাড ব্যাংকে এই মুহূর্তে রক্তের আকাল কিছুটা হলেও সামাল দিতে এগিয়ে এল খড়্গপুরের মালঞ্চ যুব সংঘ ক্লাব। ২৪শে নভেম্বর রবিবার প্রয়াত চঞ্চল চক্রবর্তী ও প্রয়াত শ্যামল মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডঃ অভিষেক চ্যাটার্জির নেতৃত্বে ৬ জনের টীম রক্ত সংগ্রহ করেন। মোট ৩৫ জন রক্ত দান করেন, যার মধ্যে ২ জন মহিলা। সংগৃহীত রক্ত খড়্গপুর মহকুমা হাসপাতালকে দান করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন কাউন্সিলর রীতা শর্মা, কাউন্সিলর বি হরিশ কুমার, সুবীর সেন, সৌমেন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বপন সিনহা, দিবাকর চক্রবর্তী, পার্থ কুন্ডু, মহুয়া চ্যাটার্জি, রাজনন্দিনী মুখার্জি, চন্দনা সিনহা প্রমূখ। উপস্থিত ছিলেন রামকোর জি এম শ্রীনিবাসন, ওয়ার্কস ম্যানেজার রামকৃষ্ণ মন্ডল।