Skip to content

খড়গপুর গ্রামীণের মীরপুর বীণাপানি সংঘের আয়োজনে তৃতীয় বর্ষের রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা কর্মসূচী!

অরিন্দম চক্রবর্তী :রবিবার ৭ ডিসেম্বর খড়গপুর গ্রামীণের মীরপুর বীণাপানি সংঘের আয়োজনে তৃতীয় বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হলো । শিবিরে এদিন পাঁচজন মহিলা সমেত ২৫ জন রক্তদান করেন বলে ক্লাবের পক্ষ থেকে মহাদেব মন্ডল জানান। শিবিরে রক্ত সংগ্রহ করেন ডাঃ ঝুমা মুখার্জির নেতৃত্বে খড়্গপুর মহকুমা হাসপাতালের সাতজনের চিকিৎসক টিম।

সেই সঙ্গে এদিন ক্লাবের পক্ষ থেকে ও মেদিনীপুরের রোটারি হাসপাতালের সহযোগিতায় বাইশ জনের চক্ষু পরীক্ষা করা হয় বলে জানালেন ক্লাব সম্পাদক অভিজিৎ চক্রবর্তী ও সভাপতি বিজয় সিং। এদিন অতিথিদের মধ্যে শিবিরে উপস্থিত ছিলেন শ্রীচৈতন্য আশ্রমের বামন মহারাজ এবং পঞ্চায়েত সদস্য বি জয়শ্রী ও আরো অনেক অতিথিবৃন্দ। মীরপুরের এই ক্লাবটি দুস্থদের শীতবস্ত্র ও কম্বল দান, শিশুদের বিভিন্ন খেলা প্রতিযোগিতা, নজর কাড়া বসন্ত উৎসব করে এলাকায় যথেষ্ট নাম করেছে বলে বক্তারা তাদের বক্তব্যে বলেন।

Latest