নিজস্ব সংবাদদাতা : ২০শে জানুয়ারী মঙ্গলবার বিকাল রে রে কাণ্ড! বেনারসের ঘাটে দাঁড়িয়ে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ্ময় চট্টোপাধ্য়ায় ওরফে হিরো হিরণ। কিন্তু হিরণের ডিভোর্স কবে হল? এই প্রশ্নই প্রথম জেগেছে সবার মনে। হিরণের স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, হিরণের নতুন বউ ঋতিকা তাঁদের মেয়ে নিয়াসার চেয়ে বয়সে বছর দুয়েকের বড়। নিয়াসার বয়স এখন ১৯। সুতরাং মডেল ঋতিকা গিরির বয়স ২১-এর আশেপাশে।

২০শে জানুয়ারী মঙ্গলবার বারাণসীর পবিত্র গঙ্গার ঘাটে বেনারসি আর টোপরের মেলবন্ধনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। হিরণের নতুন জীবনসঙ্গিনী হলেন তাঁর দীর্ঘদিনের পরিচিত ঋতিকা গিরি।সূত্রের খবর, ঋতিকার সঙ্গে হিরণের আলাপ দীর্ঘদিনের। রাজনীতির ব্যস্ততার মাঝেও ঋতিকাই ছিলেন তাঁর অন্যতম ভরসা।

খড়্গপুরে রাজনৈতিক কাজকর্ম সামলানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই সমীকরণ অতি সন্তর্পণে বজায় রেখেছিলেন বিধায়ক। যদিও প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের দূরত্ব এবং বিচ্ছেদ নিয়ে এর আগে বহুবার চর্চা হয়েছে। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে।

তবে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে এদিন ঋতিকার হাত ধরেই নতুন সফর শুরু করলেন অভিনেতা।কেরিয়ারের মধ্যগগনে থাকা এক বিধায়ক কীভাবে আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।