Skip to content

খড়গপুরে মুখার্জি পরিবারের উদ্যোগে রক্তদান শিবির!

নিজস্ব সংবাদাতা : রক্তদান একটি মহান দান,সব সময় রক্তের অভাব দেখা দেয়, এটা নুতন কথা নয়। বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অভাব কার্যত চরম আকার ধারণ করেছে। ব্লাড ব্যাংকে এই মুহূর্তে রক্তের আকাল কিছুটা হলেও সামাল দিতে এগিয়ে এল খড়গপুরে মালঞ্চ ১১ নম্বর ওয়ার্ডে মুখার্জি পরিবার। মালঞ্চ ১১ নম্বর ওয়ার্ডে স্বর্গীয় গণেশচন্দ্র মুখার্জির স্মৃতিতে তার সুযোগ্য পুত্র সজীব মুখার্জি ৫ই জানুয়ারি রবিবার বাড়ির প্রাঙ্গণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত করেন। শিবিরে একজন মহিলা ও তিনজন নতুন রক্তদাতা সমেত ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মহকুমা হাসপাতালের ডাক্তার ঝুমা মুখার্জির নেতৃত্বে সাতজনের চিকিৎসক টিম। শিবির টি এবছর সপ্তম বর্ষে পড়লো বলে মুখার্জি পরিবারের পক্ষ থেকে জানা গেল। শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়্গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, খড়গপুরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, হিউম্যান রাইটসের অমিত মিশ্র, রাহুল শর্মা। এছাড়া ছিলেন কে বি বি ডি ওর সদস্য বিজন দত্ত এবং অচিন্ত্য সিনহা।

Latest