Skip to content

তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর!

1 min read

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে শেষরক্ষা হলো না। ২১শে জানুয়ারী বুধবার রাতে রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে ভেঙে দেওয়া হলো খড়গপুর পুর বোর্ড। ২২শে জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভার সমস্ত প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করেছেন খড়গপুরের মহকুমা শাসক (SDO)।২০২২ সালের পুর নির্বাচনে ৩৫টি ওয়ার্ড বিশিষ্ট খড়গপুর পৌরসভায় ২৪টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে বোর্ড গঠনের পর থেকেই শুরু হয় টানাপড়েন। তৎকালীন চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন দলেরই কাউন্সিলররা। ফলে ২০২২ সালের ২৪শে ডিসেম্বর তাঁকে পদ থেকে সরিয়ে দেয় রাজ্য। এরপর ২০২৩ সালের ১৭ই এপ্রিল কল্যাণী ঘোষকে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। তবে কল্যাণী ঘোষের আমলেও পরিস্থিতির উন্নতি হয়নি। শহরে পানীয় জল পরিষেবার বেহাল দশা এবং নেতৃত্বের সঙ্গে কাউন্সিলরদের সমন্বয়ের অভাবে ক্ষোভ বাড়তে থাকে। গত ১৯শে ডিসেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে বোর্ডকে 'শোকজ' বা কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। সমস্ত কাউন্সিলরদের সম্মতিতে গত ২৬শে ডিসেম্বর সেই নোটিশের জবাব দিলেও তাতে সন্তুষ্ট হয়নি সংশ্লিষ্ট দপ্তর। এরই ফলশ্রুতিতে বুধবার রাতে বোর্ড ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য। উল্লেখ্য, বর্তমানে এই পৌরসভায় তৃণমূলের ২৪টি আসন থাকলেও বিরোধী শিবিরে রয়েছে বিজেপি (৬), কংগ্রেস (৪) এবং বামফ্রন্ট (১)। বর্তমানে পুরবোর্ড ভেঙে যাওয়ায় সাধারণ পরিষেবা সচল রাখা এখন বড় চ্যালেঞ্জ মহকুমা শাসকের কাছে।

Latest