নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে নাগরিক পরিষেবার খারাপ অবস্থা মোকাবেলায় রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। খবর অনুসারে, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ ১৯৯৩ সালের পৌর আইনের ৪৩১ ধারার অধীনে খড়গপুর পৌরসভার বিরুদ্ধে 'কারণ দর্শানোর' নোটিশ জারি করেছে। কাউন্সিলরদের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি বিবেচনা না করে সাত দিনের মধ্যে জবাব দিতে হবে। ১৭ ডিসেম্বর স্থানীয় বাসিন্দারা বিভাগের কাছে অভিযোগ দায়ের করেন, যেখানে গত বছর ধরে জল সরবরাহ ব্যাহত, নিম্নমানের জলের (নর্দমা মেশানোর অভিযোগ), আবর্জনা সংগ্রহের অভাব, অবরুদ্ধ ড্রেন (দুর্গন্ধ এবং রোগের ঝুঁকি সৃষ্টি করে) এবং স্ট্রিটলাইটের অবহেলার মতো গুরুতর বিষয়গুলি উত্থাপন করা হয়।তৃণমূল পরিচালিত পুরসভাকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের নোটিস ধরানোর ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। আগামী মঙ্গলবার বা বুধবার পুরসভার সমস্ত কাউন্সিলারকে নিয়ে বৈঠকে করার কথা জানান তিনি। এর পরেই দেওয়া হবে শো-কজ়ের জবাব। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলার যদি বোর্ড ভেঙে দিতে চান, তাতেও তিনি রাজি বলে জানান পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ। শনিবার দুপুরে পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ বলেন, ‘এটা আমাদের দলেরই কয়েকজন কাউন্সিলারের কাজ। তাঁরাই সবসময়ে বিরোধিতা করে এসেছেন। চিঠি পাঠানোর আগে পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে অভিযোগের সত্যতা জানতে তদন্ত করা উচিত ছিল।