Skip to content

সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগ খড়গপুর এর ভেটিয়া গ্রামপঞ্চায়েতের খাগড়া গ্রামে আদিবাসী ছোট বাচ্চাদের বস্ত্র বিতরণ কর্মসূচী!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা: বাঙ্গালীদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা।এবছর প্রাকৃতিক দুর্যোগ ও বেশ কিছু অপ্রীতিকর ঘটনার করণে জন্য পুজোর আনন্দ কিছুটা ম্লান। কিন্তু এরই মধ্যেই সবাইকে আনন্দ ভাগ করে নিতে হবে তাই সংকল্প ফাউন্ডেশন এর উদ্যোগে খড়গপুর এর ভেটিয়া গ্রামপঞ্চায়েতের খাগড়া গ্রামে আদিবাসী ছোট বাচ্চাদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হয়। প্রায় শতাধিক ছেলে ও মেয়ের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ঐ দিন শারীরিকভাবে অক্ষম দুটি মেয়ের হাতে হুইল চেয়ার তুলে দেয়া হয়। সহযোগিতায় ছিলেন খাগড়া সাতমনী সংঘ ক্লাবের সমস্ত সদস্য। মানুষ জনের উদ্দীপনা ছিল চোখে দেখার মত । ক্লাবের সুন্দর ব্যবস্থাপনায় বস্ত্রগুলি বাচ্চাদের হাতে প্রদান করা হয়।একই সংগে শিশুর অধিকার ও সুরক্ষা আলোচনা করা হয়।আলোচনা করেন গবেষক ডঃ শান্তনু পান্ডা, ব্লকের বিপর্যয় মোকাবিলা আধিকারিক অজিত গাঙ্গুলী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডিও ্সৌমেন দাস, ডাঃ বাসুদেব চক্রবর্তী, পূর্ত কর্মাধ্যক্ষ মঙ্গল মান্ডী, গ্রাম পঞ্চায়েত প্রধান শিল্পী মাহাত , স্হানীয় পঞ্চায়েত সদস্য - সুমিত্রা মেদ্দা, বিশিষ্ট সমাজসেবী তারকনাথ ঘোষ,অধ্যাপিকা ডঃ রুবী আদক, ক্লাবের সম্পাদক রঞ্জিত দোলোই, সভাপতি লালু ভূঁইয়া, বরুন ঘোষ প্রমুখ। সংকল্প ফাউন্ডেশন পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, ইন্দ্রদীপ সিনহা, পিন্টু সাউ, প্রতিমা রানা, রত্না দে, সুহানা পারভিন, অরিত্র দাস ও সম্পাদিকা পারমিতা সাউ। গ্রামের মানুষ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Latest