নিজস্ব সংবাদদাতা : খড়গপুর শহরের নিমপুরা ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত কনক দুর্গা মন্দিরে নবরাত্রির শুভ উপলক্ষ্যে মা দুর্গার আরাধনা করা হচ্ছে। চৈত্র নবরাত্রির চতুর্থ দিন দিন সকাল ৮টা থেকে দুপুর ২.৩০টে পর্যন্ত প্রায় ২৬০ জন মহিলা প্রায় ৬ ঘণ্টা মা দুর্গার পরায়নাম পাঠ করেন। এছাড়াও, এই মন্দিরে প্রতি বছর নবরাত্রির সময়, মা দুর্গাকে ৯ দিন ধরে ৯ প্রকারের সজ্জা সহ পূজা করা হয়। এই দিনে, দেবীর ভক্তরা তাদের পরিবারের সকল সদস্যদের সঙ্গে রীতিনীতি অনুসারে দেবী দুর্গার পুজো করেন এবং সকলের মঙ্গল কামনা করেন। দেবীভাগবত পুরাণ অনুসারে, শিক্ষার্থীদের অবশ্যই মা কুষ্মাণ্ডা দেবীর উপাসনা করা উচিত, এতে বুদ্ধিমত্তার বিকাশ ঘটে এবং একাগ্রতা বৃদ্ধি পায়।